হোম > সারা দেশ > চট্টগ্রাম

বুড়িচংয়ে যুবদলের ৩ নেতাকে গ্রেপ্তার

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য এমরান হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য মো. ইকবাল হোসেন ভূইয়া।

বুড়িচং উপজেলা যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন বলেন, ‘রাতের আঁধারে বুড়িচং উপজেলা যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্তত ১৫ জন নেতা-কর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। আগামীকাল শুক্রবার (১৯ মে) কুমিল্লার জনসমাবেশ নস্যাৎ করতে এবং আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন দমানোর জন্য এই গণগ্রেপ্তার।’

উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, ‘আদালতে আছি। নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করছি। আমরা এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।’

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘জেলা সদরের একটি মামলায় কোতোয়ালি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।’

কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন