হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে স্কুলের সামনে দাঁড়িয়ে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্কুলের সামনে ইভটিজিং করায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ইভটিজিংয়ের সময় অভিভাবকেরা ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। 

কারাদণ্ডপ্রাপ্ত মাসুমের (২৪) বাড়ি উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। তিনি জানান, মাসুম প্রায় বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন। আজও ওই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এক শিক্ষার্থীকে ইভটিজিং করে উত্ত্যক্ত করছিলেন। 

এ সময় স্থানীয় অভিভাবকেরা তাঁকে আটক করে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাঁর মোবাইলে ফোনে বিভিন্ন মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তা জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, মাসুমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনি জেল থেকে বের হওয়ার পর এমন ঘটনার পুনরাবৃত্তি করবে না মর্মে মুচলেকা দিয়েছেন।

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা