রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানের আলোচিত সন্ত্রাসী ফজল হকের ভাই জানে আলম যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার চট্টগ্রাম নগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া হাকিম চৌকিদারবাড়ির বাসিন্দা।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জানে আলমের নামে রাউজান থানায় তিনটি মামলা তদন্তাধীন। রয়েছে আরও কয়েকটি পুরোনো মামলা। তবে ফজল হক বর্তমানে সৌদি আরবে রয়েছেন। যৌথ বাহিনীর কাছ থেকে সন্ত্রাসী জানে আলমকে বুঝে নিতে পুলিশ চট্টগ্রাম নগরে গেছে।
বর্তমানে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের বিচরণ চলছে। দফায় দফায় হামলা, গোলাগুলি, মানুষকে মারধর এমনকি অনেকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় অনেকের মধ্যে সন্ত্রাসী জানে আলমের নামও আলোচনায় এসেছে।