Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নগদ কর্মকর্তা গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নগদ কর্মকর্তা গ্রেপ্তার

মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ। 

আজ বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিমকে (২৯) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গত বুধবার (৮ জুন) রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম। 

গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে। তিনি নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিস্ট্রিবিউশন ম্যানেজার।

দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিএসওদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যান ইব্রাহিম। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি। 

ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম বলেন, ‘নগদের ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড় মিল পরিলক্ষিত হওয়ায় এ বিষয়ে প্রতিষ্ঠানের এম ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি।’ 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাউজান থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার