হোম > সারা দেশ > চট্টগ্রাম

২২ ঘণ্টা পর হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

২২ ঘণ্টা পর কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবিদুর রহমান খানের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ শনিবার বেলা ৩টার দিকে হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডুবুরি দল করিমগঞ্জে অবস্থান নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

মৃত আবিদুর রহমান গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। 

এর আগে শুক্রবার বন্ধুদের সঙ্গে নৌকায় করে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বেড়ানো শেষে গোপদীঘি ইউনিয়নের হাসানপুর সেতুর সংযোগ সড়ক এলাকায় গোসল করতে নামেন তাঁরা। এ সময় স্রোতের বিপরীতে সাঁতরাতে গিয়ে পানিতে তলিয়ে যান আবিদ। সাঁতার না জানায় আবিদকে উদ্ধার করতে পারেননি তাঁর অন্য বন্ধুরা। 

আবিদের চাচা মোর্শেদ খান বলেন, ‘আবিদ গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে হোস্টেলে থেকে পড়ালেখা করত। তারা কয়েক বন্ধু মিলে শুক্রবার হাওর বেড়ানো শেষে হাসানপুর ব্রিজে গোসলের সময় এই ঘটনা ঘটে। আমরা চাই ময়নাতদন্ত ছাড়া আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে চট্টগ্রামে যেতে।’ 

তিনি আরও বলেন, ‘আবিদ সাঁতার জানত। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ