Ajker Patrika
হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: ৩ আসামির দায় স্বীকার করে জবানবন্দি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: ৩ আসামির দায় স্বীকার করে জবানবন্দি
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–সজিব হোসেন প্রকাশ বাহার, মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার ইসলাম। এর মধ্যে বাহার উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ২০টি ও মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তিনজনই আন্ত: জেলা ছিনতাই চক্রের সদস্য।

আজ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বলেন, ‘স্বর্ণালংকার ও টাকা–পয়সা ছিনতাই করার উদ্দেশ্যে হিরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করে আসামিরা।’ পারিবারিক বা ব্যবসায়িক কোন দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সুপার। হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

মো. আকতার হোসেন বলেন, ‘আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে জিয়াউর রহমান তুষার, গাজীপুরের টঙ্গী থেকে সজিব হোসেন বাহার ও রায়পুর থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। পরে বিকেলে তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেছেন।’

উল্লেখ্য, সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পলায় নামে হিরালাল দেবনাথের একটি জুয়েলারি দোকান রয়েছে। গত ৮ আগস্ট রাতে দোকানের কার্যক্রম শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পরের দিন নিহত হিরালাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

৬০ কোটি টাকা ঘুষ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের আরও দুই মামলা

চাকসু: কেন্দ্রীয় ছাত্র সংসদে বাছাইয়ে ১৯ জনের প্রার্থিতা বাতিল

আশিক হত্যা মামলায় সব আসামি খালাস

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

আদালতে ২ কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি—শত শত কোটি টাকা পাচার করেন জাবেদ

চন্দনাইশে অস্ত্র-গুলিসহ আটক ৬

রক্ষণাবেক্ষণের কাজে ৬ দিন কর্ণফুলী টানেলে যান চলাচল সীমিত থাকবে

চরমোনাই পীর জাতীয় বেইমান: এ্যানি

চাকসু নির্বাচনে হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২২ জন

চাকসু নির্বাচনে শীর্ষ তিন পদ ছাড়া স্বতন্ত্র প্যানেল ঘোষণা