হোম > সারা দেশ > চট্টগ্রাম

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে: দীপংকর তালুকদার এমপি

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করে উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। কোন অপশক্তি উন্নয়নে বাঁধা সৃষ্টি করতে পারবে না। তারা মনে করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে ধ্বংস করে দেবে, কিন্তু তা করতে পারেনি। 

আজ মঙ্গলবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দীপংকর তালুকদার বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আগামী নির্বাচনে সবার সহযোগিতায় আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসবে। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,  সহসভাপতি ত্রিদীব কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মো. শামশুদ্দোহা চৌধুরী, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, উপ-দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান প্রমুখ। 

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মো. জাহাঙ্গীর আলম। 

উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। 

এর আগে প্রধান অতিথি দীপংকর তালুকদার লংগদু বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে শোক দিবসের র‍্যালিতে অংশ নেন। পরে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে সেখানে এক মিনিট নীরবতা পালন করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন