লক্ষ্মীপুর প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগঞ্জে সহিংসতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার সকালে মনু মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি করেন। ঘটনার দিন আটক ছয়জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন রাহিম হোসেন, মেহেদী হাসান, মনির হোসেন, ফয়সাল ইসলাম, রাজু হোসেন ও শাওন ইসলাম।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সহিংসতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ ২৪ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আরাফাতের আনারস প্রতীকের সমর্থকেরা কাজীরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় তাঁরা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন। তাঁদের হামলায় পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়।