Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুবিতে সাংগঠনিক কার্যক্রম বন্ধ, স্থগিত ‘ভারতীয় আগ্রাসনবিরোধী’ অনুষ্ঠান

কুবি প্রতিনিধি

কুবিতে সাংগঠনিক কার্যক্রম বন্ধ, স্থগিত ‘ভারতীয় আগ্রাসনবিরোধী’ অনুষ্ঠান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

আজ শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত মতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অনিবার্য কারণবশত আজ দুপুর ১২টা থেকে আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম/অনুষ্ঠান বন্ধ থাকবে। এই সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের জড়ো করে কোনো অনুষ্ঠান না করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল বডির জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।’

আজকে বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সে বিষয়ে কী এমন সিদ্ধান্ত—প্রশ্নে তিনি বলেন, ‘যারা প্রোগ্রামের আবেদন করেছিল তাদের জানিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার বিষয়ে। আজকের প্রোগ্রামও স্থগিত থাকবে।’

প্রোগ্রামের বিষয়ে আয়োজকদের মধ্যে অন্যতম একজন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইভা বলেন, ‘আমাদের প্রক্টর স্যার জানিয়েছে নিষেধাজ্ঞার বিষয়টি। আমরা এখনো প্রোগ্রাম বন্ধের কোনো সরাসরি সিদ্ধান্ত নিইনি। আমরা প্রক্টর স্যারের সঙ্গে কথা বলতে যাচ্ছি।’

উল্লেখ্য, আজ বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ‘ভারতীয় আগ্রাসনবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা ও খিচুড়ি ভোজ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন, ২০ লাখ টাকার জালসহ পুড়ল ৮ দোকান

বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ব্যানার-প্ল্যাকার্ডে হান্নান মাসউদের ছবি নিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল, অগ্রভাগে বাবা

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত