হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভাসতে থাকা দুটি মৃত মা কাতল মাছ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন হালদা নদীর কুমারখালী ঘাট এলাকা থেকে কাতল দুটি উদ্ধার করেন।
উদ্ধার করা একটি মাছের ওজন ১০ কেজি, অপরটি ১২ কেজি ৫০০ গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে হালদা নদীতে কাতল মাছ দুটি ভাসতে দেখে আশপাশের লোকজন তীরে তুলে আনেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, ‘হালদা নদী থেকে উদ্ধার করা মা কাতল মাছ দুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নদীর শাখা খালগুলোর দূষণের কারণে পরিবেশগত বিপর্যয় এবং বিষ প্রয়োগে মাছ মারার প্রবণতা বাড়া প্রাথমিকভাবে অন্যতম কারণ বলে মনে করি। তবে হালদা নদী রক্ষার জন্য বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই বিপর্যয় রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কারণ উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।’