হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে এমপি-চেয়ারম্যান দ্বন্দ্বের মীমাংসা, সম্মেলনের নতুন তারিখ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে দ্বন্দ্বের মীমাংসা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৪) রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের। রোববার বিকেল ৪টায় ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সমঝোতা বৈঠকে উভয়ের মধ্যে চলমান দ্বন্দ্বের নিরসন হয়। তবে সংসদ ভবনের এলডি হলে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় কে দোষী ভিডিও ফুটেজ দেখে তা বের করার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার মীমাংসার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। একজন আরেকজনকে ‘সরি’ বলেছেন। তবে কে দোষী তা ভিডিও ফুটেজ থেকে বের করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিনি জানান, এই বৈঠকেই আগামী ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আ. লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। 

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, চট্টগ্রামের বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 
 
এদিকে, দুই নেতার মধ্যে সমঝোতা ও সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ হওয়ায় খুশি দেবিদ্বারের তৃণমূল আওয়ামী লীগ। দলের এক নেতা জানান, ভবিষ্যতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী একটি সংগঠন হবে। 

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল জানান, এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মীমাংসা হয়েছে। একে অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। আশা করছি সামনের দিনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে। 

এর আগে জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে গত ১৬ জুন কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন