Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি উত্তোলন করায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি উত্তোলন করায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমির মাটি অবৈধভাবে উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতটি ড্রেজার মেশিন ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মাধবপুর ইউনিয়নের কলেজপাড়া, নুনুহাটি, বলাকিয়া, উত্তর চান্দলা, দর্পনারায়ণপুর ও বাড়ানি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় উপসহকারী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কান্তি দেবনাথ ও ওই ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ইউএনও আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট সাতটি ড্রেজার ও এর উপকরণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে। ড্রেজার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলার আওতায় আনা হবে। এ ছাড়া অবৈধ খননযন্ত্রের বিরুদ্ধে অভিযান চলমান আছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষার্থে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনে সাতটি ড্রেজার মেশিন ও এর পাইপসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া এসব ড্রেজার মেশিন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি