হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মলম পার্টি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম থেকে আন্তজেলা মলম পার্টি চক্রের সাত সদস্যকে গতকাল রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয়। 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ আজ সোমবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, লাকসামের বাতাখালী এলাকার মিশুকচালক মো. দুলাল মিয়া নামের একজন ভুক্তভোগী অভিযোগ করেন অজ্ঞাতনামা চার যাত্রী তাঁর অটোরিকশা ভাড়ায় চড়েন। পথিমধ্যে ওই যাত্রীরা একটি চা-দোকানে চা খাওয়ার জন্য নামেন। ওই সময় চালককে তাঁরা চা খাইয়ে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর চালক অচেতন হয়ে পড়েন। তখন ওই যাত্রীরা তাঁকে রাস্তায় ফেলে অটোরিকশা, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে লাকসাম থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় লাকসামের বিজরা বাজার এলাকা থেকে গতকাল রোববার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর জেলার পণ্যবাহী এলাকার মো. শাহজাহান (২৬), মিজানুর রহমান (৩১), কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার নুর ইসলাম (২৪), মো. মিজান (২৩), নওতলার এলাকার মো. সুমন আহমেদ (২৫), মুরাদনগরের নহল এলাকার মো. হানিফ (৩২) ও বড়ইয়াকুরি এলাকার শিপন মিয়া (২৩)। 

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, দলনেতা মো. শাহজাহানের গ্রুপে আট-দশজন সক্রিয় সদস্য রয়েছেন। তাঁরা কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে খাবারে বিষ প্রয়োগ করে মিশুক ও অটোরিকশাচালকদের অচেতন করে সর্বস্ব লুটে নেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন