হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকেরা। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকলেও নদীগুলোর বাঁধভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করছে। ফলে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে পানিতে। 

স্থানীয় ক্ষতিগ্রস্তদের একটাই দাবি, তারা ত্রাণ নয়, চায় শুধু স্থায়ী বাঁধ। কারণ প্রতিবছর বন্যায় তাদের সর্বস্ব হারাতে হয়। 

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মুহুরী নদীর ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের দৌলতপুর, দেড়পাড়া এবং দরবার পুর ইউনিয়নের বরইয়া ও পরশুরাম উপজেলার অলকা এলাকাসহ মোট ৪টি স্থানে বাঁধ ভেঙে দুই উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমানে পানি বিপদ সীমার নিচে থাকলেও নদীগুলোর বাঁধ ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করার ফলে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বন্যায় ঘর-বাড়ি, ফসলি জমিসহ অনেক গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে। পানিতে ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। 

এ বিষয়ে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হলেও অনেক স্থানে ত্রাণের সংকটে রয়েছে বলে জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহির উদ্দিন জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের পানি এবং ভারী বর্ষণের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের বরইয়া বাঁধ মেরামত করা হয়েছে। এ ছাড়া বাকি বাঁধ মেরামতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ