হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্রসহ কেএনএফের আরও ৮ সদস্য গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলা সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৮ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বান্দরবান রিজিয়নের ১৬ ইস্ট বেঙ্গলের আওতাধীন ধুপানিছড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীব। 

আইএসপিআর সূত্রে জানা যায়, কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবর পেয়ে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা ফারুয়া ইউনিয়নের ধুপপানি এলাকাটি ঘেরাও করে সেনাবাহিনীর সদস্যরা। পরে সশস্ত্র আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, দুটি মোবাইল ফোন ও দুটি আইডি কার্ড উদ্ধার হয়। 

অন্যদিকে, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সমন্বয়ে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। 

তবে এই বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ‘আমরা এখনো কোনো আসামি বুঝে পাইনি। আমাদের যৌথ অভিযান এখনো চলমান আছে।’ 

উল্লেখ্য, ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত ৬৩ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন