হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই ছেলের মাসহ আরও কয়েকজন ছাদে ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকার আজমীর ভবনে এ ঘটনা ঘটে। 

সায়েম বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির নূর নবীর ছেলে। সে চৌমুহনী মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আজমীর ভবনের পাঁচ তলায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার বিকেলে সায়েমসহ আরও কয়েকজন শিশু পাঁচতলা ভবনের ছাদে খেলাধুলা করছিল। পাশে সায়েমের মা মোবাইলে তার এক প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলছিল। খেলার সময় অসাবধানতা বসত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায় সায়েম। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, খেলতে গিয়ে শিশুটি তার মাসহ অন্য বাচ্চাদের সামনে ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। পরিবারের আবেদনের ভিত্তিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন