রাঙামাটির কাপ্তাইয়ে কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। থানা-পুলিশের উদ্যোগে কাপ্তাইয়ের নতুন বাজার আনন্দ মেলা মাঠে কন্ট্রোল চালু করা হয়।
আজ সোমবার সকালে পুলিশ কন্ট্রোল রুম থেকে প্রচারণামূলক মাইকিং করতে দেখা গেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহিনুর আজকের পত্রিকাকে বলেন, কাপ্তাইয়ের নতুনবাজার পশুর হাটে প্রথম দিন থেকেই জাল নোট শনাক্ত করার জন্য নিয়মিত কন্ট্রোল রুম বসিয়ে পর্যবেক্ষণ করছে কাপ্তাই থানা-পুলিশ।
এ ছাড়া গরু ক্রয় করার পর টাকা লেনদেন করার সময় মেশিনে জাল নোট শনাক্ত করার ব্যবস্থা করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সবাইকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে বলে তিনি জানান।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী বলেন, কাপ্তাই পশুর হাটে প্রাণী স্বাস্থ্যসেবার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে।