হোম > সারা দেশ > চট্টগ্রাম

আয়ের টাকা কার পকেটে

জমির উদ্দিন, চট্টগ্রাম

নগরীর আগ্রাবাদ ডেবার ইজারার মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগে। পাহাড়তলীর ভেলুয়ার দিঘির দুই বছর, জোড় ডেবার মেয়াদ শেষ হয়েছে ১৫ মাস আগে। এসব জলাশয়ের মাছ বিক্রি ও পাড়ের বসতি-দোকান থেকে বছরে অবৈধভাবে আয় হয় কোটি টাকার বেশি। তবে এই তিন জলাশয়ের নিয়ন্ত্রণ নেই রেলওয়ের। ইজারাদারদেরও দাবি, তাঁরা অবৈধ উপার্জনের সঙ্গে জড়িত নন। এতে প্রশ্ন উঠেছে, প্রতি মাসে বসতি থেকে টাকা তোলেন কারা? মাছ বিক্রির টাকাই বা যায় কাদের পকেটে?

পাহাড়তলীর জোড় ডেবার আয়তন ২১ দশমিক ৪৮ একর। এটি মাছ চাষের জন্য ইজারা নেন ইজারাদার আবদুল লতিফ। শর্ত ভেঙে দুই পাড়ের মধ্যে এক পাড় ভাড়া দিয়েছেন। অন্য পাড়ে দুই শতাধিক বসতি থেকে প্রতি মাসে টাকা তুলছেন। শুধু বসতি থেকে তাঁর আয় প্রতি মাসে চার লাখ টাকা। বছরে প্রায় অর্ধকোটি। নির্দিষ্ট সময়ে নবায়ন করতে না পারায় খাতা-কলমে ছয় লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত রেলওয়ে কর্তৃপক্ষ।

২০১৫ সালের ২৮ মে পাঁচ বছরের জন্য জলাশয়টি ইজারা নেন বিএনপির নেতা গণি সরদারের ছেলে আবদুল লতিফ। তাঁর ইজারার মেয়াদ শেষ হয় ২০২০ সালের ২৮ মে। লতিফ রেলওয়েতে প্রভাবশালী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী বলে পরিচিত।

এর আগে ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত গণি সরদারের দখলে ছিল জলাশয়টি। এখন ডোবার নিয়ন্ত্রণ ছেড়ে ‘নামাজ-কালামে ব্যস্ত’ বলে দাবি করেন তিনি। তবে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এখনো বেনামে তাঁরই নিয়ন্ত্রণে জলাশয়টি।

রেলওয়ের নথি ঘেঁটে দেখা যায়, ১৯৯৬ সালে মাছ চাষের জন্য জোর ডেবা ইজারা নেন স্থানীয় ব্যবসায়ী আবদুল হাই। ২০০২ সালে তাঁকে আরও ৫ বছরের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু তিনি ডেবার দুই পাড়ে অবৈধ বসতি তুলে ভাড়া দেন।

সরেজমিনে দেখা যায়, পাহাড়তলী বাজারের শেষে রেলওয়ের জোড় ডেবা। এখান থেকে প্রতি মাসে গণি সরদারের লোকজন এসে আট হাজার টাকা নিয়ে যান বলে জানা গেছে।

জোড় ডেবার প্রবেশমুখ থেকে সোজা পশ্চিম ঝরনাপাড়া পর্যন্ত দুই শতাধিক বসতি ও ১২টি দোকান। প্রতি বসতি থেকে দুই হাজার আর দোকান থেকে দেড় হাজার টাকা ভাড়া ‍আদায় করা হয়। এসব বসতি ও দোকানে বিদ্যুতের অবৈধ লাইনও রয়েছে। এক বাতি, এক ফ্যান ও একটি টেলিভিশনের জন্য মাসে নেওয়া হয় ৬০০ টাকা। এ হিসাবে প্রতি মাসে প্রায় চার লাখ টাকা ভাড়া তোলেন গণি সরদারের লোকজন। তবে এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেন গণি সরদার।

স্থানীয় কাউন্সিলর নুরুল আমিনের কাছে জানতে চাইলে তিনিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সাবেক কাউন্সিলর সাবের আহমদ সওদাগর বলেন, দীর্ঘদিন ধরে ইজারাদার জলাশয়ের দুই পাড়ে অবৈধ বস্তি তৈরি করে ভাড়া দিচ্ছে। যাঁরা থাকছেন তাঁরা জলাধার দূষিত করছেন। একাধিকবার রেলওয়েকে বলার পর এক পাড় থেকে অবৈধ বসতি সরালেও অন্য পাড়ে অভিযান চালানো হয়নি।

পিডিবির উপবিভাগীয় প্রকৌশলী মো. ইমতিয়াজ বলেন, ‘বসতিতে বিদ্যুতের সংযোগগুলো অবৈধ। আমরা শিগগিরই অভিযান পরিচালনা করব।’

আগ্রাবাদ জলাশয়: ১৯ দশমিক ৭৮ একর আয়তনের আগ্রাবাদ জলাশয়ের ইজারাদার মো. হাবিব উল্লাহ চৌধুরী। তাঁর ইজারার মেয়াদ ২০১৬ সালে শেষ হয়েছে। এর পরও এখনো পর্যন্ত নতুন করে জলাশয়টি ইজারা দিতে পারেনি রেলওয়ে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। এই জলাশয়ের এক পাড়ে রেলওয়ের বাসা, অন্য পাড়ে বসতি-দোকান। এখান থেকেও প্রতি মাসে টাকা তোলা হয়। প্রতিবছর এখানেও প্রায় অর্ধকোটি টাকার বাণিজ্য হয়। হাবিব উল্লাহ চৌধুরী এই টাকা তোলেন বলে অভিযোগ। তবে তিনি এসব অস্বীকার করেন। এমনকি জলাশয়ের মাছ ধরে কারা বিক্রি করেন, তা-ও জানেন না বলে দাবি করেন।

জাতীয় ও রেলওয়ে শ্রমিক লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ চৌধুরী ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত জলাশয়টি ইজারা নিয়েছিলেন। পরে আরও পাঁচ বছরের জন্য ইজারা নেন তিনি। এরপর তাঁর স্ত্রী মরিয়ম বেগম ২০০৮ সালে ইজারার জন্য আবেদন করলে তাঁকে দেয়নি রেলওয়ে। বর্তমান ইজারাদার হাবিব উল্লাহ চৌধুরী বলেন, ‘২০২০ সালে টেন্ডার হলে আমাকে ইজারা দেয়নি রেলওয়ে। অথচ আমি ২২ লাখ টাকা পর্যন্ত দর বলেছিলাম। খুশি করতে না পারায় হয়তো আমাকে ইজারা দেয়নি। কারণ এখানে কোটি টাকার লেনদেন। আমার ওই পরিমাণ এখন টাকা নেই।’

ভেলুয়া সুন্দরী দিঘি: পাহাড়তলীর ১৩ দশমিক ৭৪ একরের ভেলুয়ার দিঘি ঘিরে প্রায় তিন দশক ধরে চলছে দখলের মহোৎসব। এতে কমে গেছে দিঘির আয়তন। ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটন ও নূর হোসেন বাক্কু এই জলাশয় দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। 

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন