নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগে মাইজদী আধুনিক হসপিটালের পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করা হয়।
আজ বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৩০০ টাকা হলেও মাইজদী আধুনিক হসপিটাল ৭৫০ টাকা করে রোগীদের কাছ থেকে আদায় করে আসছিলো। এ ছাড়া ৪০০ টাকার সিবিসি টেস্ট তারা নিচ্ছে ৭০০ টাকা। পরে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগটির সত্য প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা-পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউসার মিঞা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।