হোম > সারা দেশ > চট্টগ্রাম

মারধরের প্রতিবাদে কাপ্তাইয়ে অটোচালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট চলছে। আজ রোববার সকাল ৬টা থেকে কাপ্তাই-লিচুবাগান ও কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্ধ রয়েছে অটোরিকশা চলাচল। 

এদিকে ধর্মঘটের কারণে উভয় সড়কে অটোরিকশার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটেই গন্তব্যে রওনা হন। 

কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মো. মামুন ও মো. ফারুককে আসামবস্তী সড়কে সন্ত্রাসীরা আহত করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়। রাঙামাটি জেলা সিএনজি অটোচালক সমিতির নির্দেশনায় ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম। 

যাত্রী মো. ইমরান, সেকান্দর, উসাইনু মারমা জানান, কোনো রকম ঘোষণা ছাড়া সিএনজি অটোচালকেরা ধর্মঘট ডাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। 

এদিকে রোববার সকাল ৯টায় কাপ্তাই রেশমবাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা গেছে, কেপিএম সিএনজি অটোচালক সমিতির সদস্যরা অবস্থান নিয়ে অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছেন। 

অন্যদিকে রোববার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মূল সড়কে গিয়ে দেখা গেছে, এখানেও অটোরিকশাচালকেরা রাস্তায় অবস্থান নিয়েছেন। তাঁরা অটোরিকশা চলতে দিচ্ছেন না। 

বড়ইছড়ি সিএনজি অটোচালক সমিতির সভাপতি আমির হোসেন ও সিএনজি অটোচালক বাবলু মল্লিক বলেন, ‘আসামবস্তী সড়কসহ রাঙামাটিতে আমাদের সদস্যদের পাহাড়ি সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব।’

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন