হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাজের কথা বলে কুমিল্লায় ডেকে এনে হত্যার পর মাটিচাপা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। 

এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি পুলিশের কাছে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা। 

আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে। 

নোয়াজ আলীর বরাতে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে তাঁর (নোয়াজ) ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তিনি ধারণা করেন, কবিরাজের মাধ্যমে তাবিজ করে তাঁর ছেলেকে মেরেছে নুরুল। পুত্রশোকে তাঁর স্ত্রীও মারা যান। 

সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে গত শনিবার কাজের কথা বলে নুরুলকে কুমিল্লার দেবীদ্বারে ডেকে নিয়ে আসেন নোয়াজ। তারপর গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করেন নোয়াজ। হত্যা করে মাটিতে লাশ পুঁতে ফেলেন তিনি। 

আজ শুক্রবার সকালে মাটিচাপা স্থানে মানুষের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নুরুলের লাশ উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাঁকে আটক করে স্থানীয়রা। 

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে হত্যার দায় স্বীকার করেছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন