Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিমানবন্দরে বাহামার নাগরিকের কাছ থেকে পাওয়া বস্তু কোকেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিমানবন্দরে বাহামার নাগরিকের কাছ থেকে পাওয়া বস্তু কোকেন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাহামার এক নাগরিকের কাছ থেকে পাওয়া মাদকসদৃশ বস্তু কোকেন বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩ কেজি ৯৮০ গ্রাম ওজনের এই কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল স্টাটিয়া শান্টে রোলি (৫৪) নামের ওই নারীকে আটক করে। তাঁর ব্যাগে থাকা একটি ইউপিএস মেশিনের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় সেই কোকেন পাওয়া যায়।

ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু কোকেন কিনা, তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের সিনিয়র কেমিস্টের মাধ্যমে পরীক্ষা করে জব্দ বস্তু কোকেন বলে নিশ্চিত হওয়া যায়। পরে আটক কোকেনসহ তাঁকে এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়।

বিমানবন্দর কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, এর আগে গত ১৩ জুলাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন স্টালিয়া। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। আ সোমবার তিনি তাঁর লাগেজটি নিতে যান। পরে বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা তাঁকে আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরে কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং মেশিনে তাঁর লাগেজ একাধিকবার পরীক্ষা করে। স্ক্যানিংয়ে সন্দেহ হওয়ায় তাঁর লাগেজ খুলে একটি ইউপিএসের ভেতর তামার তার মোড়ানো অবস্থায় মাদকসদৃশ একটি প্যাকেট পাওয়া যায়।

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার