হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকের মর্গে ৩ দিন ধরে পড়ে আছে ঘাড় মটকানো অজ্ঞাত শিশু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে তিন দিন ধরে পড়ে আছে আনুমানিক ১০ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ। তার পরিচয় না পাওয়ায় এত সময় ধরে লাশঘরেই তার ঠিকানা। জিনস প্যান্ট ও ফুল হাতা শার্ট পরা ওই শিশুটির ঘাড় ছিল মটকানো। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ওই শিশুর পরিচয় শনাক্ত করতে পারেনি। গত ২৫ মে নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাট সংলগ্ন ডক ইয়ার্ডের কাছে একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে কোথাও জখমের চিহ্ন নেই, কিন্তু তার ঘাড় ভাঙা ছিল। আমরা ধারণা করছি শিশুটি হত্যাকাণ্ডের শিকার। একদিন আগে তাকে হত্যা করা হতে পারে। এ কারণে মাংসের সামান্য পচন ধরেছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।’ 

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নিলে কেউ শিশুটিকে চিনতে পারেনি। শিশুটির পরিচয় জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। 

পুলিশ আরও জানায়, যে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত। সেখানে জোয়ারের পানি প্রবেশ করে। লাশটি ভেসে এসেছে নাকি কেউ ডোবায় ফেলে গেছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। কারণ শিশুটির এক হাতের সঙ্গে তার একটি স্যান্ডেল লাগানো ছিল।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ