চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে মিল্লাদ হোসেন (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিল্লাদ হোসেন ওই গ্রামের বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যান মিল্লাদ হোসেন। এ সময় বজ্রপাত হলে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় মিল্লাদ হোসেনকে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিল্লাদ হোসেনের বাবা মোস্তফা কামাল বলেন, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে মিল্লাদ বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যায়। কিছুক্ষণ পরে আমি জমিতে গিয়ে দেখি মিল্লাদ জমিতে পড়ে আছে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিল্লাদকে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।