হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা, ৪ লাখ মিটার চরঘেরা জাল, ২০ লাখ মিটার কারেন্ট জাল, ১০টি বেহন্দি জাল, ২০ কেজি ইলিশ ও ৮০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
আজ রোববার ভোরে মেঘনা নদী থেকে ওই তিন জেলেকে আটক করা হয়। আটক জেলেদের দুপুরে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় ভবিষ্যতের জন্য তাঁদের সতর্ক করা হয়। জব্দ মাছ ধরার নৌকা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।