হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক জিয়া টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের দিয়ে দেশ ধ্বংসের জন্য: প্রতিমন্ত্রী নজরুল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ বর্তমানে দেশি-বিদেশি যড়যন্ত্রের রোষানলে পড়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের লালন-পালন করার জন্য। দেশের উন্নয়ন ধ্বংস করার জন্য।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের চূড়ান্তভাবে চিহ্নিত করতে হবে। তারা কে, কোথায় আছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।’ 

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চন্দনাইশে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। 

নজরুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাস, কোনো শিবির, কোনো জামায়াত টুঁ শব্দ করতে পারবে না। যারা এসব দেশবিরোধী কর্মকাণ্ড করছে, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। দেশের ক্ষতি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ এখন দেশি-বিদেশি যড়যন্ত্রের রোষানলে পড়েছে। তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের লালন-পালন করার জন্য। এই সন্ত্রাসীদের দিয়ে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের উন্নয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা কোনোভাবেই হতে দেব না।’ 

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশর ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ম ম মিনহাজুর রহমান, আবদুল কৈয়ুম চৌধুরী ও মোহাম্মদ তৌহিদুল আলম। 

যুবলীগ নেতা আ স ম ইদ্রিসের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম (ধোপাছড়ি), আবদুর রহিম চৌধুরী (বরকল), অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), খোরশেদ আলম টিটো (বরমা), আমিন আহমেদ চৌধুরী রোকন (জোয়ারা), আহমদুর রহমান (সাতবাড়িয়া), আনিসুর রহমান (কাঞ্চনাবাদ), হাফেজ আহমদ (কালিয়াইশ), ওসমান আলী (কেঁওছিয়া), তাপস দত্ত (বাজালিয়া) প্রমুখ। 

এ ছাড়া গতকাল শুক্রবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন