ছোট ভাই-বোনের সঙ্গে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে কক্সবাজার শহরতলীর দরিয়ানগরের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত কিশোরী সালমা বেগম (১৩) ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।
ইমাম হোসেন জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে মেয়েটি অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছে। তারপরও মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।