নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর আট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত শনিবার রাত থেকে একটানা মাঝারি থেকে ভারী বৃষ্টি ও ফেনী থেকে নেমে আসা বন্যার পানিতে সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার আরও কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী ও গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৩০ লাখ মানুষ। বন্যাকবলিত এলাকাতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
এদিকে বন্যার পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর প্রধান ও আঞ্চলিক মহাসড়কগুলো। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফেনী থেকে নেমে আসা বন্যার পানি ও গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। একই সঙ্গে ফেনী-চৌমুহনী, চৌমুহনী-মাইজদী, চৌমুহনী-লক্ষ্মীপুর, সোনাপুর-কবিরহাট ও সোনাপুর-কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে গেছে।
সোনাপুর–কুমিল্লা সড়কের চৌরাস্তা এলাকায় প্রায় ১ ফুট, মাইজদী বাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত ফোর লেন সড়কের দুই পাশে পানি রয়েছে। সড়কটির পূর্ব পাশে ৮ থেকে ১০ ইঞ্চি ও পশ্চিম পাশে পানি রয়েছে ৪ থেকে ৫ ইঞ্চি। তবে এই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের কেন্দুরবাগ এলাকায় বড় বড় গর্তের ভেতরে কোমর পরিমাণ পানি জমে যাওয়ায় এবং সোনাপুর-কবিরহাট সড়কের বেল্লাকোট্টা, বানদত্ত, ট্রান্সমিটার, অশ্বদিয়া এলাকায় প্রায় এক থেকে দেড় ফুট করে পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল অনেকটা কমে গেছে।
এ ছাড়া গত দুই দিনে ফেনী থেকে নেমে আসা বানের পানিতে জেলার সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ৭ থেকে ৮ ফুট পানির নিচে প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রতি মুহূর্তে বন্যার পানি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জেলা প্রশাসনের তথ্যমতে, জেলার ১ হাজার ৮৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ৮২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।