Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে তরুণ নিহত, আহত ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে তরুণ নিহত, আহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহত ইমান বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক-এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে। আহত ব্যক্তি একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)। 

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আজ সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মারা গেছেন। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।’ 

এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসওর লোকজন গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্যাম্পের লোকজনের।

ক্যাম্পের বাসিন্দাদের থেকে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ওয়েস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপ আনুমানিক ২০-২৫টি গুলি ছোড়ে। এ সময় ইমান ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ক্যাম্প-৯-এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমানের মৃত্যু হয়। মোহাম্মদ নুর ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার