মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুটাখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় বিজিবির দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
এ বিষয়ে গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে খাগড়াছড়িগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হন। পরে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রস্তুতি চলছে।