বিজ্ঞপ্তি
কসবায় শারীরিক প্রতিবন্ধী ১২ জন নারী-পুরুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন আয়োজকেরা।
বুধবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে নারী-পুরুষদের হাতে এসব চেয়ার তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র থেকে প্রতিবন্ধীদের এসব হুইল চেয়ার প্রাপ্তি ও বিতরণে সার্বিক সহযোগিতা করে আবদুল মোত্তালিব ফাউন্ডেশন। এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল মোত্তালিব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সমাজসেবক মোস্তাফা কামাল কিবরিয়া।