নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ‘শাহাজাদপুর-সুন্দলপুর গ্যাসক্ষেত্র’-এর ৩ নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। গতকাল শনিবার দুপুরে কূপটির সর্বনিম্ন স্তরে এই টেস্ট শুরু হয়। টেস্ট শেষে জানা যাবে কূপে সর্বমোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) প্রকল্প পরিচালক প্রিন্স মো. আল হেলাল বলেন, ‘নভেম্বরে খননকাজ শুরু হয়। আজ থেকে পরীক্ষামূলক ডিএসটি টেস্টের কার্যক্রম শুরু করেছি।’
৩ নম্বর কূপের ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের টার্গেট ছিল এখান থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করব। তবে লোয়ার জোনে গ্যাসের অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা আরও ভালো গ্যাস পেতে পারি।’