নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতানামা বৃদ্ধ মারা গেছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম স্টেশনের অদূরে পাহাড়তলী এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সান্টিং (ভিন্ন রুট থেকে প্রস্তুত করে রাখা ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য নিয়ে যাওয়া) করার সময় তিনি কাটা পড়েন। তাঁর নাম পরিচয় এখনো জানা যায়নি।
এ নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ শনাক্তের জন্য পিবিআই টিম ঘটনাস্থলে আছে। শনাক্ত হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’