ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায় আজ মঙ্গলবার ভোর থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। নদী উত্তাল থাকায় অভ্যন্তরীণসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বন্ধ করা যাত্রী পারাপারের এই আদেশ আজও বলবৎ রয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হাতিয়া-ঢাকা, হাতিয়া-চট্টগ্রাম, নলচিরা-চেয়ারম্যানঘাট, তমরদ্দি-চেয়ারম্যানঘাট, জাহাজমারা-চেয়ারম্যানঘাট ও চরচেঙ্গা-চেয়ারম্যানঘাটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তমরদ্দি লঞ্চঘাটের ইজারাদার মিরাজ সর্দার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বিকেলে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসেনি। ফলে আজ হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। অন্যদিকে আজ সকালে তমরদ্দি ঘাট ও নলচিরা ঘাটে অনেক যাত্রী নদী পারাপারের জন্য অপেক্ষা করছে।
হাতিয়া উপজেলার দায়িত্বে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে হাতিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। গত রোববার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু-এক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বাতাসের প্রভাবে হাতিয়ার সঙ্গে সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা সব ধরনের মাছ ধরার ট্রলারসহ সব নৌযানকে উপকূলে অবস্থান নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।