হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌন হেনস্তার অভিযোগ কুবি শিক্ষার্থীর

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ঐতিহ্যবাহী পোশাক পরিধানের জন্য বুলিং ও যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ বোধ করছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে দেওয়া অভিযোগপত্র থেকে বিষয়টি জানা যায়।

রেজিস্ট্রার বরাবর দেওয়া অভিযোগ পত্রে বলা হয়, ‘গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে সাড়ে ৮টার সময় শহীদ মিনারে আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আমি-আমার এক বান্ধবী আর একজন সিনিয়র (ফটোগ্রাফার) ভাইয়া ছিলেন। সেখানে শহীদ মিনারের ওপরের দিকে শুধু আমরাই ছিলাম। ভাইয়া যখন আমাকে ছবি তুলে দিচ্ছিলেন, তখন শহীদ মিনারের নিচ থেকে কিছু সংখ্যক ছেলে আমাকে উদ্দেশ্য করে বডিশেমিং এবং আমার ঐতিহ্যগত পোশাককে হেয় করে ন্যক্কারজনক মন্তব্য করে। পরে জানতে পেরেছিলাম সেই সময় ইকোনমিকস ১৪ তম আবর্তন বনাম ১৭ তম আবর্তনের ম্যাচ ছিল। তাঁরা বাদে সেন্ট্রাল ফিল্ডে বাড়তি কাউকে দেখা যাই নাই। এই ঘটনার পর থেকে আমি এখনো মানসিকভাবে অসুস্থ।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা অভিযোগপত্রটি পেয়েছি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সংশ্লিষ্ট কমিটিকে পাঠিয়ে দিয়েছি। তারা তদন্ত সাপেক্ষে আমাদের যা জানাবে আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন