হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে দেশের অন্যতম জাতীয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আয়োজন করা হয় শোভাযাত্রা। পরে শহরের বাগাদী রোডে শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা ও কেক কাটা হয়।

শুরুতে চাঁদপুরের সাংবাদিক নেতাদের এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাগাদী রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এরপর কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মহিমা আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

বক্তব্যে প্রধান অতিথি দৈনিক আজকের পত্রিকার সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পত্রিকার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত আলী।

আজকের পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, আজকের পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মো. মমিন।

উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার, সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস, নুরে আলম পাটওয়ারী, দৈনিক আদি বাংলা পত্রিকার বার্তা সম্পাদক এমরান হোসেন রাজন, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি সুজন আহমেদ, ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মাজহারুল ইসলাম অনিক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ আলম খান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো. ইমাম হাসান, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার স্টাফ রিপোর্টার বাদশা ভূঁইয়া প্রমুখ।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন