অসহায় ও গরিব ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করেছে সেবামূলক আন্তর্জাতিক প্রতিষ্ঠান লায়ন্স ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব সিরাজগঞ্জ যমুনা।
গতকাল শনিবার ‘মানবতার সমাজ গড়ি’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানটি কুমিল্লায় ২৫০ জন অসহায় ও গরিব ছাত্রের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সভাপতি মো. মাসউদ করিম, সাধারণ সম্পাদক মো. শাহিন আকতার, পরিচালক মশিউর রহমান (সুমন), পরিচালক ডা. মো. সাজেদুল হক, পরিচালক মেহেবুবা আক্তার ও খালেদ খান, সুমন, আরিনা রিংকি প্রমুখ।