হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী পৌরসভার ৩৪ কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহণ চলছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। নগরীর ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে চলছে ভোটগ্রহণ। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই ভোট প্রদান করেছেন। আজ রোববার সকাল ৮টায় পৌর শহরের পাবলিক কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান সোহেল। সকাল ৯টার দিকে সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন বিএনপির সমর্থক স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শহিদুল ইসলাম কিরন। 

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে ভোর থেকে কেন্দ্রের মাঠে সারিবদ্ধভাবে ভোটাররা প্রবেশ করতে শুরু করেন। সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভেতরে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

উল্লেখ্য, নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৭৫ হাজার ৭২৬ জন। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৭৫০ জন পুলিশ, ৪৫০ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব, পুলিশের চারটি মোবাইল টিম, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯টি ওয়ার্ডে একজন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রশাসন। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ