হোম > সারা দেশ > চট্টগ্রাম

চা শ্রমিকের মেয়েকে ধর্ষণচেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভুজপুরে চা শ্রমিকের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার মামলায় এক যুবককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন-বাপ্পু কুমার দে (২৮)। তিনি ভুজপুর থানাধীন নারায়ানহাট ইউনিয়নের বাদল কুমারের ছেলে।

চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর ওই ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলাটি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে ২০১৮ সালে ১৭ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করে।’

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রামে ভুজপুর থানাধীন হালদাভ্যালী চা বাগানের এক শ্রমিকের ১২ বছরের কিশোরী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামি বাপ্পু কুমার দে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের মানুষ ও শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে আসামিকে ধরে ফেলেন। পরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ভুজপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (৪) (খ) ধারায় একটি মামলা করেন।

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

খাজনার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

চট্টগ্রামে সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

সেকশন