হোম > সারা দেশ > চট্টগ্রাম

মসজিদ থেকে ব্যাংক ম্যানেজারকে ধরতে যা করেছিল কেএনএফ সদস্যরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা।

ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে মসজিদ থেকে তুলে নিয়ে যান কেএনএফ। মসজিদে উপস্থিত থাকা ইমাম নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এশার নামাজ শেষ করে দেখি সেনাবাহিনীর পোশাক পরা কিছু লোক দাঁড়িয়েছে। তারা আমাদের বলেন কেউ নড়া-চড়া করবা না। সবার মোবাইল দিয়ে দাও। এক প্রকার আমাদের জিম্মি করে ফেলে তারা। আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেল।’ 

নুর ইসলাম বলেন, ‘এরপর তারা ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, তখন ব্যাংকের যে পুলিশ ছিল মানে ইনচার্জ ছিল তাকে নিয়ে এসে  মারধর করে ম্যানেজারকে শনাক্ত করে।’ 

আপনাদের মধ্য ভয় কাজ করছিল কি না— এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘সবাই কলমা পড়তেছিলাম, মউতের কলমা পড়তেছিলাম। খালি আমি একা নয় সবাই।’  

অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অমরা তিন রাকাত নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা মসজিতে আসে। এরপর আমাদের মোবাইল নিয়ে যায়। ৭ থেকে ৮ জন লোক আমাদের মসজিদে ঢুকছিল সেনাবাহিনীর পোশাক পরা, জুতা পরা। তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল।’ 

তিনি বলেন, ‘এক ঘণ্টা আমাদের জিম্মি করে রাখে। এ সময় আমাদের নামাজ পরতে দেয় নাই। এর একটা শব্দ হইছে তখন তারা বের হয়ে গেছে। কিসের শব্দ সেটা জানি না, তাদের সিগনাল হতে পারে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন