হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাঙ্গলকোটে আ.লীগ কার্যালয়, রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, আগুন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ অফিস, পৌর মেয়রের বাসা, রেল স্টেশন, থানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে কোনো কোনো স্থাপনায় আগুনও দেওয়া হয়। 

আজ সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলার লোটাস চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়। সেখান থেকে রেলস্টেশনে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পৌর মেয়র ও যুবলীগ নেতা আব্দুল মালেক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন কালুর বাসা ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসসহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়। এদিকে বাধা দেওয়ায় ক্ষিপ্ত আন্দোলনকারীরা থানা ভাঙচুর করেন। পরে থানা থেকে পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের বাধা দেওয়া হবে না বলে জানালে তাঁরা সেখান থেকে চলে যান। 

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন বলেন, ‘আন্দোলনকারীরা স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’ 
 
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্দোলনকারীরা রেলস্টেশন, আওয়ামী লীগ কার্যালয়সহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন