সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (৬২) জেলার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। তিনি স্থানীয় বাজারের ব্যবসায়ী ছিলেন।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, ছোট ছেলের বিয়ে উপলক্ষে বিশ্বরোড এলাকার বড় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন আব্দুল মান্নান। ফেরার পথে পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
এ ঘটনায় কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, খবর পেয়ে রাতেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।