Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ আটক ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ আটক ৩ 

চট্টগ্রামে অবৈধভাবে আনা ৫ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ডবলমুরিং থানাধীন ডিটি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে আজ শনিবার জানিয়েছে পুলিশ। এ বিষ ফ্রান্স থেকে চট্টগ্রামে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন—মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য, মো. জয়নাল আবেদীন ও রুপন চাকমা ওরফে শ্যামল। 

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) মো. জহিরুল ইসলাম আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, একটি কাচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত ১৩৫০ গ্রাম ওজনের কোবরা সাপের বিষ জব্দ করা হয়েছে। আমদানি-নিষিদ্ধ এ সাপের বিষের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এটা ফ্রান্স থেকে আনা হয়েছে। জারের গায়ে ‘মেইড ইন ফ্রান্স’ লেখা আছে। তবে কোন পথে এ বিষ চট্টগ্রামে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এক ব্যক্তি তাঁদের হাতে বিষের জারটি তুলে দিয়েছিলেন। এটি তাঁদের বিক্রি করার কথা ছিল। 

পুলিশ জানিয়েছে, যিনি এই জার দিয়েছিলেন, তাঁকে শনাক্ত করা হয়েছে; গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, সাপের বিষ চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে এ বিষ পাচার হয়। আবার কখনো সেসব দেশ থেকে এনেও অন্য দেশে নেওয়া হয়। দেশে সাপের বিষের লেনদেন বা ক্রয়-বিক্রয় এবং পাচার দণ্ডনীয় অপরাধ।

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা