তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শাখা ছাত্রদল।
আজ সোমবার ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় তালার সঙ্গে অবরোধ লেখাসংবলিত একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘এক দফা দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে চবি ছাত্রদলের নেতা-কর্মীরা। এক দফা দাবি আজ বাংলাদেশের সকল স্তরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এ দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদের শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’