লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আজ রোববার সকালে নিহত ছকিনা বেগমের ছেলে মো. সোহাগ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিনজনকে গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আটক তারেক হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানায়, উপজেলার চর পোড়াগাছার ৮ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিন ওরফে সিডু মেস্তুরির দুই সংসার। আগের সংসারের সৎছেলে তারেক ভোলায় বসবাস করেন। গতকাল শনিবার বিকেলে রামগতির পোড়াগাছার বাড়িতে আসেন তিনি। বাড়িতে আসার পর বাবার সঙ্গে তাঁর ঝগড়া হয়। পরে রাতে তিনি সৎমা ছকিনা বেগম, ছকিনার শিশুপুত্র মাহিন হোসেন ও নাতনি ফারিয়া আক্তারকে গলা কেটে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।