হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬ 

নোয়াখালী প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৬ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম—শাওন (১৮)। তিনি সেনবাগ উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামে কচি মিয়ার ছেলে। আহতদের মধ্যে পিয়াস নামে একজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাওনসহ ৭ জন আহত হয়। তাদের মধ্যে শাওন ও পিয়াস নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য পিয়াসকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শাওনকে ফেনী হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। কোন কোন পক্ষ এবং কী নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০