হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে জামায়াতে বিক্ষোভ মিছিলে ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে গাড়ি ভাঙচুর ও মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে মামলা করেছেন। ৬০ জন অজ্ঞাত ৪৪ জন এজাহার নামীয়সহ মোট ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক কাজী আবু বকর, জামায়াত মিরসরাই পৌরসভার সাবেক সভাপতি পিরজাদা কফিল উদ্দিন লতিফী ও মায়ানি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে মিরসরাই থানার সুফিয়ারোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলাউদ্দিন সিকদারের নেতৃত্বে অধিকাংশ মাথায় টুপি, মুখে মাস্ক পড়ে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলকরে। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ গানসহ সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক গান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাঙচুর করে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে।

মামলার তদন্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, জামায়াতের মিছিল পুলিশ যাওয়ার আগে শেষ হয়ে যায়। আমরা গিয়ে কাউকে ঘটনাস্থলে পাইনি। সড়কে কোনো গাড়িও ছিল না, যানজটও ছিল না।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় মিরসরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ বাদীর অভিযোগ তদন্ত করছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ