Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবীদ্বারে পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১ 

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

দেবীদ্বারে পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত ১ 

কুমিল্লার দেবীদ্বারে হাইওয়ে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার সাইলচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারু মিয়া মোল্লা (৫০)। তিনি দেবীদ্বার মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা। 

এদিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মিরপুর হাইওয়ে পুলিশের ধরপাকড় ও চাঁদাবাজির কারণে এমন ঘটনা অহরহ ঘটছে বলে দাবি করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। একাধিক চালকের সঙ্গে কথা বলে জানা যায়, সাইলচর এলাকায় বসে প্রতিদিন মিরপুর হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি চালকেদের নানাভাবে হয়রানি ও চাঁদা আদায় করে যার কারণে পুলিশ দেখলে চালকেরা ভয়ে পেছনের দিকে মোড় নিতে গিয়ে অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা পৌর এলাকার সাইলচরে পৌঁছালে হাইওয়ে পুলিশের একটি টিমকে দেখে ভয়ে পেছনের দিকে মোড় নেয়। এতে সিএনজিটি পেছনের দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টরের সামনে পড়ে। এ সময় ট্রাক্টরের চালক সিএনজিটিকে বাঁচাতে হঠাৎ অন্যদিকে সরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়। এতে এক শ্রমিক ছিটকে পরে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছেলে মো. কবির হোসেন। 

এ বিষয়ে মিরপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মাসুদুল আলম বলেন, ‘সাইলচর এলাকায় ট্রাক্টর থেকে পরে এক শ্রমিক নিহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’ পুলিশের ভয়ে ঘটনাটি ঘটছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাকে দেখে কে ভয়ে পালাল আমরা কি করে বুঝব! তবে ট্রাক্টর উল্টে একজন শ্রমিক মারা গেছে।’ 

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক