হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বিছানায় পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে শোয়ার ঘরের বিছানা থেকে রিনা আক্তার (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহত নারীর পাশে পড়ে ছিল একটি রক্তাক্ত দা। গতকাল মঙ্গলবার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এই হত্যাকাণ্ড হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত নারী রিনা আক্তার ওই এলাকার আবু নাছেরের স্ত্রী। পুলিশ মঙ্গলবার গভীর রাতে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি নিহত নারীর স্বামী আবু নাছের ও দারোয়ানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 
 
স্থানীয় বাসিন্দা নুরুল হক চকোরীসহ কয়েকজন জানান, নিহত নারীর স্বামী আবু নাছের তারাবির নামাজ পড়ে বাসায় এসে দেখতে পান দরজা খোলা। আর বিছানায় রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রীর লাশ পড়ে রয়েছে। ভাঙা ছিল বাড়ির আলমারি ও লকার। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, নিজ বাড়িতে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে মুঠোফোন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শোয়ার ঘরের বিছানা থেকে গলাকাটা অবস্থায় নারীর লাশ ও একটি রক্তাক্ত দা উদ্ধার করা হয়। 

ওসি জানান, নিহতের বাড়ি থেকে কোনো স্বর্ণালংকার বা নগদ টাকা লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কাজ করছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। পাশাপাশি ঘটনার তদন্তে পিবিআই ও র‍্যাবের টিমও কাজ করছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ