হোম > সারা দেশ > বান্দরবান

পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘরে আগুন: প্রতিবাদে বান্দরবানে আদিবাসী ছাত্র সমাজের বিক্ষোভ 

বান্দরবান প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িতে অগ্নিসংযোগে ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের রাজবাড়ীর মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করে। তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্লাকার্ড ছিল। 

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য জেলাগুলোতে পাহাড়িরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। কিছু কিছু দুর্বৃত্ত পাহাড়ি জনগোষ্ঠীর বাড়ি-ঘরে আগুন দিচ্ছে এবং হামলা করছে। অনতিবিলম্বে খাগড়াছড়ির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্ত তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় বান্দরবান মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংশৈসিং মারমা, শিক্ষার্থী বিটন তঞ্চঙ্গ্যা, জন ত্রিপুরা, মাখ্যাই মারমা, টনয়া ম্রোসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন। 

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার প্রতিবাদে বান্দরবান শহরে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন শত শত পাহাড়ি ছাত্রছাত্রী। 

উল্লেখ্য, গতকাল বুধবার সকালে চুরির অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি জেলা সদরের নোয়াপাড়া-নিউজিল্যান্ড সড়কে মো. মামুন নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভটি লারমা স্কয়ার অতিক্রম করার সময় কিছু পাহাড়ি শিক্ষার্থীর সঙ্গে বাঙালিদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লারমা স্কয়ারে ৬০টি দোকানে বিক্ষুব্ধরা আগুন দেয়। 

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে তিন পার্বত্য এলাকায় উত্তেজনা বিরাজ করছে আর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

আরও পড়ুন—

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ